শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ পূর্বাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: করোনার দুর্যোগে সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার,পিপিই, হ্যান্ড স্যানেটাইজার ও মাস্ক প্রদান করা হয়েছে। বুধবার বেলা এগারোটায় কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. চিনময় হালদারের হাতে এসব সামগ্রী হস্তান্তর করেন পটুয়াখালী ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মহিব্বুর রহমান মহিব। সাংসদের পরিবারের পক্ষ থেকে এসব চিকিৎসা সামগ্রী প্রদান করা হয়েছে। স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভপতি ড.শহীদুল ইসলাম বিশ্বাস, কলাপাড়া প্রেস ক্লাবের সভাপতি হুমায়ুন কবির উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইলিয়াছ খান রানা, মিঠাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হেমায়েত উদ্দিন হিরন কাজী সহ আরো অনেকে। এসময়য় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগের নেতাকর্মীরা এবং প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.চিন্ময় হালদার বলেন, ভয়াবহ করোনা পরিস্থিতি মোকাবিলা করতে কলাপাড়া বাসীর জন্য এ সকল সামগ্রী অনেক সহায়তা করবে। তিনি এমপি মহোদয় এবং তার পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সাংসদ অধ্যক্ষ মহিব্বুর রহমান বলেন, শাহজালাল ইসলামি ব্যাংকের পরিচালক মো.তৌহিদুর রহমান সি আই পি’র সহযোগিতায় এ অক্সিজেন সিলিন্ডার সহ সুরক্ষা সামগ্রী প্রদান করা হয়েছে। এ সময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার সংকট সমাধানের প্রতিশ্রুতি দেন।