শুক্রবার, ১১ Jul ২০২৫, ০৬:৪২ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি।। কলাপাড়ার কুয়াকাটায় মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০ টায় কুয়াকাটা সমুদ্র সৈকতের জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি(বেলা) এ কর্মসূচি পালন করে।
একবার ব্যবহারযোগ্য পলিথিন ও প্লাস্টিকের ব্যবহার বন্ধ করি, সাগরকন্যা কুয়াকাটার পরিবেশ-প্রতিবেশ রক্ষা করি” এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন আয়োজকরা।
কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি নাসির উদ্দীন বিপ্লব’র সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,
বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) বরিশাল বিভাগীয় সমন্বয়ক লিংকন বায়েন, ট্যুর অপারেটর এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, কুয়াকাটা প্রেসক্লাব’র সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনু, ইকোফিশ-২ প্রকল্পের পটুয়াখালী জেলার সহকারী গবেষক সাগরিকা স্মৃতি, কুয়াকাটা ট্যুর গাইড এসোসিয়েশন’র সভাপতি কেএম বাচ্চু প্রমুখ।
বক্তারা কুয়াকাটার জীব বৈচিত্র্য পুনরুদ্ধারে, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ করা, কুয়াকাটার পরিবেশ-প্রতিবেশ রক্ষা করতে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি তাদের। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার রোধ এবং কুয়াকাটার পরিবেশ রক্ষার্থে মানববন্ধন শেষে উপস্থিত সকলের গণস্বাক্ষর নেয়া হয়।