মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ০৪:৩৭ পূর্বাহ্ন
মাহমুদুল হাসান ফাহাদ: ভোলার বোরহানউদ্দিনে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই জলদুস্যকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।
এ সময় তাদের কাছ থেকে তিনটি দেশীয় পিস্তল, চারটি রাম দা, তিনটি করাত, পাঁচটি দা, একটি কুড়াল, একটি বাইনোকুলার ও অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিনচালিত নৌকা উদ্ধার করা হয়। বুধবার (১৮ আগস্ট) ভোরে উপজেলার গঙ্গাপুর লঞ্চঘাট এলাকার তেঁতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- ভোলার দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর ইউনিয়নের জালু ঢ়াড়ীর ছেলে মো. হাসান ও একই এলাকার বাসিন্দা ও জলদস্যু মহসিনের ছেলে মো. রাকিব। কোস্টগার্ড দক্ষিণ জোনের লে. বিএন মিডিয়া কর্মকর্তা এসএম তাহসিন রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি।
এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ভোলার জলদস্যু মহসিন বাহিনীর দুই সদস্যকে দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ আটক করা হয়। তিনি আরও বলেন, আটকদের আইনি প্রক্রিয়া শেষে বোরহানউদ্দিন থানায় হস্তান্তর করা হবে।