শনিবার, ২৪ মে ২০২৫, ০৬:৫৫ অপরাহ্ন
বরিশাল : চ্যানেল আই এর স্টাফ রিপোর্টার ও শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাংবাদিক শাহীনা আজমিনের গোরস্থান রোডে ভাইয়ের বাসায় চুরি হয়েছে।
গতকাল রোববার সকালের পর থেকে বিকেলের মধ্যে এ চুরির ঘটনা ঘটে। সন্ধ্যায় বাসায় এসে চুরির বিষয়টি টের পেয়েছেন সিনিয়র সাংবাদিক শাহীনা আজমিন। তিনি জানান, তার ছোট ভাইয়ের স্ত্রী মৌসুমী কবির মৌ অসুস্থ।
তাকে সকালে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কারনে বাসা খালি ছিল। এ সুযোগে চোরচক্র বাসার তালা ভেঙে ভিতরে প্রবেশ করে। পরে ৩টি আলমিরা ভেঙে ২টি স্বর্ণের চেইন ও ৪টি আংটি এবং নগদ ৩ হাজার টাকা চুরি করেছে। এছাড়াও চোরচক্র বাসার মালামাল ছড়িয়ে ছিটিয়ে রেখেছে।
এ ঘটনা পুলিশকে অবহিত করা হয়েছে। এ বিষয়ে কোতয়ালী মডেল থানার সহকারী পুলিশ কমিশনার জানিয়েছেন তারা খবর পেয়েছেন। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।