সোমবার, ১৪ Jul ২০২৫, ০৩:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটায় মাধ্যমিক বিদ্যালয়ের নাম পরিবর্তন।। নতুন সাইনবোর্ড পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত হলেন কলাপাড়া থানার রাসেল খান ব‌রিশা‌লে সাংবা‌দি‌কের বিরু‌দ্ধে বিএন‌পি নেত্রীর মামলার প্রতিবা‌দে মানববন্ধন ব‌রিশা‌লে সড়‌কে বৃক্ষ রোপন ক‌রে বি‌ক্ষোভ ব‌রিশা‌লে প‌লি‌টেক‌নিক শিক্ষার্থী‌দের বিক্ষোভ কলাপাড়ায় পাঁচ কিমি কাঁচা সড়কে হাঁটুজল দুর্ভোগে পথচারীরা কলাপাড়া প্রেসক্লাবের ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি কুয়াকাটায় জলবায়ু মোকাবেলায় রাখাইন জনগোষ্ঠীর প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণ সভাপতি জাবেদ, সম্পাদক সোয়েব।।ঢাকাস্থ কলাপাড়া জাতীয়তাবাদী ফোরামের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত জাগুয়া ইউনিয়ন বিএনপির নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটুয়াখালীতে ৪টি বিদ্যালয়ে এসএসসি  পরীক্ষায় পাশ করতে পারেনি ১ জনও বাউফলে টানা বৃষ্টিপাতে কৃষকের ব্যাপক ক্ষয়ক্ষতিসহ দুর্ভোগে জনজীবন কলাপাড়ায় গোল্ডেন জিপিএ ফাইভ পেল সাংবাদিক পুত্র নূর বরিশাল মহানগর ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন কলাপাড়ায় উন্নত চিকিৎসা দিতে অসুস্থ সাপের এক্সরে
উজিরপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা,

উজিরপুরে মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা,

Sharing is caring!

বরিশাল: বিরোধপূর্ন জমিতে ধানচাষকে কেন্দ্র করে দেলোয়ার হোসেন তালুকদার (৭০) নামের এক মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এসময় কুপিয়ে এবং পিটিয়ে আহত করা হয়েছে আরও চারজনকে। হলেন জুয়েল, সোহাগ, বিপ্লব ও রোজিনা। তাদেরকে বরিশাল শের-ই বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকালে বরিশালের উজিরপুর উপজেলার আটিপাড়া এলাকায় এই হামলার ঘটনা ঘটে। নিহত দেলোয়ার হোসেন একই এলাকার মৃত হাশেম তালুকদারের ছেলে। খবর পেয়ে বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জেলার পুলিশ সুপার সহ রেঞ্জ এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাশাপাশি এই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারে টিম গঠন করেছে থানা পুলিশ। নিহতের মামাতো ভাই শফিকুল ইসলাম বলেন, ‘প্রতিবেশী আজগর ও জলিল সিপাহীদের সাথে মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন তালুকদারের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। বিরোধপূর্ণ ওই জমিতে ধান লাগানোকে কেন্দ্র করে নতুন করে বিরোধে জড়ায় দুই পরিবার। এর জের ধরে আজগর ও জলিল সিপাহীসহ তাদের পরিবারের ৮-১০ জন মিলে দেলোয়ার হোসেন তালুকদার ও তার পরিবারের লোকেদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। এসময় দেলোয়ার হোসেন সহ পাঁচজনকে তারা এলোপাথারী কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক দেলোয়ার হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকি চারজনকে হাসপাতালের সার্জারি বিভাগে ভর্তি করা হয়েছে।

শেবাচিম হাসপাতালের জরুরি বিভাগের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. মাহাবুবর রহমান ক্রাইমসিনকে  বলেন, ‘মারামারির ঘটনায় গুরুতর আহত পাঁচজনকে সকাল ১১টা ৫০ মিনিটে শেবাচিম হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। যিনি মারা গেছেন তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখম রয়েছে। মৃত্যুর সঠিক কারণ ময়না তদন্ত করে জানা যাবে।

  1. উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী আরশাদ ক্রাইমসিনকে বলেন, ‘ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে দুপুর ২টা পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। অভিযুক্তরা ঘটনার পর পরই এলাকা ছেড়ে পালিয়েছে। তাদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে থানা পুলিশের একটি চৌকস টিম গঠন করে দেয়া হয়েছে। এরি মধ্যে তারা অভিযুক্তদের গ্রেফতারে নেমে পড়েছে। আশা করছি খুব শিঘ্রই অভিযুক্তরা গ্রেফতার হবে। তিনি বলেন, ‘এ হত্যাকাণ্ডের বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।

এ কারণেই বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, জেলার পুলিশ সুপার স্যারসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। দুপুর ১টার দিকে তারা উজিরপুরের ঘটনাস্থলে পৌঁছে নিহতের স্বজন এবং এলাকাবাসীর সাথে কথা বলেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD