মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কক্সবাজারের হত্যা মামলার আসামি কলাপাড়ায় গ্রেফতার কলাপাড়ায় অবৈধভাবে মাটি কাটায় ১ লক্ষ টাকা জরিমানা কুয়াকাটার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা চেষ্টার অন্যতম আসামি গ্রেপ্তার মহিপুরে অবৈধভাবে খাল ভরাট, ভ্রাম্যমান আদালতের হানায় পাইপ বিনষ্ট, জরিমানা ৫০ হাজার টাকা স্বৈরাচারের দোসরদের স্থান স্বেচ্ছাসেবক দলে হবেনা ।। নেছার উদ্দিন জাফর বগা ফেরিতে চলছে বকশিসের নামে চাঁদাবাজি,ভোগান্তিতে পরিবহন চালক কলাপাড়ায় আন্তর্জাতিক ‘নীলাকাশের জন্য নির্মল বায়ু’ দিবস উদযাপন রায়পাশা কড়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সভা অনুষ্ঠিত কলাপাড়ায় মিথ্যা মামলা প্রত্যাহার’র দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কলাপাড়ায় শিক্ষার্থীকে ধর্ষন ও হত্যা মামলার আসামীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ৮ দফা দাবিতে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্ষতিগ্রস্থদের মানববন্ধন ট্রলারে পৌছাতে দেরি করায় ৩ জেলেকে মারধর, ১ জনের মৃত্যু মুদি শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য রিয়াজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান আ‌মে‌রিকার সিটিজেন’র বাসায় ডাকা‌তি ও গণধর্ষনের ঘটনায় গ্রেফতার-৩
কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ ৫ বস্তা পলিথিন উদ্ধার

কুরিয়ার সার্ভিস থেকে নিষিদ্ধ ৫ বস্তা পলিথিন উদ্ধার

Sharing is caring!

বরিশাল: নগরীর নবগ্রাম রোড সংলগ্ন এলাকায় এএম এক্সপ্রেস নামের এক কুরিয়ার সার্ভিস থেকে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর। তবে এই ঘটনায় কাউকে আটক করতে পারেনি তারা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত পলিথিন নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তোগীর নির্দেশে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. কামরুজ্জামান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি এএম এক্সপ্রেস নামক কুরিয়ার সার্ভিসে পৃথক পাঁচটি বস্তায় ৩০০ কেজি নিষিদ্ধ পলিথিন এসেছে।

এমন তথ্যের ভিত্তিতে ওই কুরিয়ার সার্ভিসে অভিযান চালিয়ে পলিথিন উদ্ধার করা হয়। ওই কুরিয়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ‘ঢাকা সদর ঘাটের আখি গার্মেন্টস এবং সুমাইয়া ফ্যাশন নামক দুটি প্রতিষ্ঠানের নামে ‘গার্মেন্টস সামগ্রী’ উল্লেখ করে পাঁচ বস্তা নিষিদ্ধ পলিথিন বরিশালের ঠিকানায় কুরিয়ার করা হয়।

চালানের রশিদে ওই পলিথিনের প্রাপক হিসেবে রাজিব (০১৭৩৬৯৫৮৭৭৯) এবং মো. ফারুক (০১৯১২৩৬৬৫৯৮) নামের দুই ব্যক্তির নাম উল্লেখ করা হয়েছে। রশিদে দেয়া দুটি নম্বরে যোগাযোগ করা হলে একটি নম্বর বন্ধ এবং অপরটিতে কল হলেও কেউ রিসিভ করেননি।

পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার জানিয়েছেন, ‘পলিথিন জব্দের পরে জেলা প্রশাসনকে অবহিত করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তোগীর এর মোবাইল কোর্টের নির্দেশে পলিথিন জব্দ করা হয়। তবে এই ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD