রবিবার, ২৭ Jul ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
বরিশাল : বরিশালের মুলাদীতে দুইশত অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনী। বাংলাদেশ সেনাবাহিনী যে কোন দূযোগ মোকাবেলায় সরকারের আহবানে সর্বদা দেশের জনগণের পাশে থেকে কাজ করে আসছে।
বর্তমানে করোনা পরিস্থিতিও বাংলাদেশ সেনাবাহিনী একই ধরণের কার্যক্রম (অপারেশন কোভিড শিল্ড পর্ব-২) করে চলছে; এরই ধারাবাহিকতায় গত ১লা জুলাই ২০২১ তারিখ থেকে বেসামরিক প্রশাসনকে সহায়তা করার লক্ষে বাংলাদেশ সেনাবাহিনী দেশব্যাপী কাজ করে চলেছ।
সারাদেশে কঠোর লকডাউন বাস্তবায়নে বাংলাদেশ সেনাবাহিনী অন্যান্য বাহিনীর সাথে কাধেঁ কাঁধ মিলিয়ে বরিশাল শহর এবং প্রত্যন্ত এলাকায় জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। অাজ ৭ জুলাই ২০২১ তারিেখ ৭ পদাতিক ডিভিশনের ৬ পদাতিক বি্রগেড এর অধীনস্থ ৬২ ই বেংগল এর সদস্যবৃন্দ গরীব ও দু:স্থদের মাঝে এাণ বিতরণ করে, জনগনের সহায়তায় তাদের স্বাস্থ্য ঝুঁকি কমাতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা তাদের সাহায্য অব্যাহত রাখবে। আজ মুলাদীতে টহল পরিচালনা করেন ক্যাপ্টেন ইয়াসির আরাফাত, ৬২ ই বেংগল।