বুধবার, ১৪ মে ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে চলমান করোনা পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া জেলার সংস্কৃতিসেবীদের মাঝে এককালীন সহায়তা প্রদান করা হয়েছে। শুক্রবার পটুয়াখালী জেলা প্রশাাসনের আয়োজন, জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সহায়তা প্রদান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। মোঃ হুমায়ূন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন লতিফা জান্নাতী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পটুয়াখালী সদর; কাজী কামরুজ্জামান, কালচারাল অফিসার, জেলা শিল্পকলা একাডেমি, পটুয়াখালী; বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহজাহান খান সহ জেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।