শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০০ অপরাহ্ন
আগামী শনিবার (৫ জুন) বরিশাল জেলায় মোট ৩ লাখ ৬ হাজার ৪৩৬ জন শিশুকে ভিটামিন এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ১২ থেকে ৫৯ বয়সী ২ লাখ ৭৩ হাজার ৬৩৬ জন ও ৬ থেকে ১১ মাস বয়সী ৩২ হাজার ৮০০ জন শিশু রয়েছে।
এ-উপলক্ষ্যে বৃহস্পতিবার বিকালে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডাক্তার মো মনোয়ার হোসেন। এসময় তিনি জানান, আগামী ৫ জুন থেকে শুরু করে ১৯ জুন সকাল ৮ থেকে শুরু করে বিকেল ৪ পর্যন্ত জেলার ২ হাজার ৫০ টি টিকাদান কেন্দ্রে এ ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।