শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৭:১০ পূর্বাহ্ন
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নলছিটিতে গত ২৫ও ২৬ মে দুদিন নদীর পানি বেড়ে যায়। বন্যায় নলছিটি উপজেলার বিভিন্ন স্থান দিয়ে লোকালয়ে পানি ঢুকে পড়ে। এতে মানুষ ভোগান্তিতে পরে। ঝালকাঠি জেলায় সুগন্ধা, বিষখালী নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪ থেকে ৫ ফুট বেড়ে যাওয়ায় এ জলোচ্ছ্বাস ঘটে ।
নলছিটি উপজেলার সুগন্ধা নদী–তীরবর্তী ষাটপাকিয়া ও লঞ্চঘাট মল্লিকপুর ও খোঁজাখালিতেও পানি ঢুকে পরে। ঘূর্ণিঝড় সিডর, আইলা ও আম্পানে ব্যাপক নদী ভাঙ্গন দেখা দেয় নলিছিটিতে। তারই ধারাবাহীকতায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের পানি বেড়ে সুগন্ধা নদীতে ভাঙন দেখা দিয়েছে। এতে করে উপজেলার খোঁজাখালির প্রাচীনতম জামে মসজিদটি সুগন্ধা নদীর গর্ভে জেতে চলেছে ।
মসজিদের এক মুসুল্লি ইসমাইল বলেন আমার দাদা দাদি সহ আরো অনেকের কবর স্হান রয়েছে এই মসজিদের পাশে । গত কয়েক বছর বিভিন্ন বন্যায় বেড়িবাঁধ ভেঙ্গে মসজিদের কাছে চলে আসায় মসজিদও কবর স্হান এখন খুব সংকটাপন্ন অবস্থায় রয়েছে যে কোন সময় ভেঙ্গে মসজিদটি অস্তিত্ব শুন্য হয়ে যেতে পারে। তাই খুব জরুরি ভিত্তিতে সরকারকে এব্যাপারে পদক্ষেপ নিতে হবে। খোঁজাখালি গ্রামটির মধ্যে শুধু মাত্র এই মসজিদটিই টিকে আছে এপর্যন্ত। এছাড়া গ্রামটির বাকি সব অংশ নদীতে বিলিন হয়ে গেছে।