শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৮:৪৪ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটি ৫০ শয্যার উপজেলা হাসপাতালে রোগীদের ঠাই দিতে হিমশিম খাচ্ছে কতৃপক্ষ। যদিও ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া জনিত রোগী তীব্র হওয়ায় ভর্তি কৃত একশত পঞ্চাশ জনেরমত এ ছাড়া প্রতিদিন চিকিৎসা নিয়ে বাড়ি যাচ্ছে প্রায় একশত আক্রান্ত রোগী। রোগীদের সামাল দিতে ওয়ার্ডে বিছানা দিতে না পেরে ফ্লোরে ও বারান্দায় বিছানা করে চিকিৎসা দেয়া হচ্ছে।
এচিত্র চলছে কয়েক সপ্তাহ জুরে । ইতিমধ্যে তীব্র সংকট দেখা দিয়েছে সরকারি ভাবে মজুদ কৃত আইবি স্যালাইন। এখবর জানতে পেরে রোগিদের চিকিৎসা চালিয়ে যেতে কোন রকম সমস্যার সম্মুক্ষিন হতে না হয়। এজন্য নলছিটি কৃতি সন্তান এম খান লিমিটেডের মহা পরিচালক মোঃ মাহফুজ খান এগিয়ে এলেন। তিনি এক হাজার প্যাক আইবি স্যালাইন রবিবার সন্ধ্যায় মেডিকেল কতৃপক্ষের কাছে পৌছেদেন ।
মাহফুজ খান এই সংকটতম মুহূর্তে মানুষের পাশে ধারনাটাকে সাধুবাদ জানিয়েছে উপজেলার সুশীল সমাজের লোকজন। তিনি এর আগেও যে কোন সঙ্কট মুহূর্তে মানুষ তাকে পাশে পেয়েছে। এব্যাপারে আবাসিক মেডিকেল অফিসার ডা.মুনিবুর রহমান জুয়েল জানান আমাদের মজুদ কৃত স্যালাইন শেষ পর্যায়ে আসায় আমরা ডায়রিয়ার রোগিদের চিকিৎসা দিতে চিন্তিত হয়ে পরেছিলাম। এর মধ্যে স্যালাইন সংকট রোধে অনেকে এগিয়ে এসেছে, পরবর্তীতে আরো অনেকে এগিয়ে আসবে বলে আমরা মনে করছি। ঋতু পরিবর্ত ও প্রচণ্ড তাপদাহ কারনে নলছিটিতে ডায়রিয়ার প্রকোপ তীব্র আকারে বেড়েছে বলে আমরা ধারনা করছি।