রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০১:০৬ পূর্বাহ্ন
বরিশাল: বিশেষ হিমায়িত গাড়িযোগে বরিশালে দ্বিতীয়বারের মতো ৫১ হাজার ডোজ করোনা ভাইরাসের ভ্যাকসিন এসেছে।
আজ (৭ এপ্রিল বুধবার) সকাল ১০টায় এই ভ্যাকসিন জেলা সিভিল সার্জন অফিসের ভ্যাকসিন সংরক্ষণাগারে রাখা হয়েছে। এসময় সংলিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা সিভিল সার্জন ডা. মনোয়ার হোসেন বলেন, ৫টি প্যাকেটে ৫১ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে। এপ্রিল মাসের আট তারিখ থেকে দ্বিতীয় ডোজের টিকা দেয়া হবে। এর পাশাপাশি প্রথম ডোজের টিকার জন্য যারা রেজিস্ট্রেশন করেছে তাদেরকেও এ টিকা দেয়া হবে।