রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার দাবীতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে ব্যবসায়ীরা। মঙ্গলবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচি পালন করেন তারা। এ সময় কাফনের কাপড় পড়েন অনেকে। এতে বক্তব্য রাখেন, কলাপাড়া বন্দর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মো. ফিরোজ শিকদার।
তিনি বলেন, ২০২০ সালের করোনা ভাইরাসের ক্ষতি এখনো পুষিয়ে উঠতে পারেনি। অনেকে ব্যবসায়ীরা দেনা হয়ে পড়ে। সেই রেশ কাটতে না কাটতে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় ফের ”লগডাউন” দিয়ে দোকান-পাট বন্ধ করে দেয়ায় ব্যাপক ক্ষতির সন্মূখীন হবেন ব্যবসায়ীরা। তারা সরকারের নিকট স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট খুলে ব্যবসা পরিচালনা করার অনুরোধ জানিয়েছেন।
মানব বন্ধন শেষে ব্যবসায়ী নেতার প্রধান মন্ত্ বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্বারকলিপী প্রদান করেন।