বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১১:০০ অপরাহ্ন
মোয়াজ্জেম হোসেন(পটুয়াখালী) প্রতিনিধি: কলাপাড়ার কুয়াকাটায় করোনকালীন চলমান লকডাউন নিয়ে জনসচেতনতামূলক প্রচারনারসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা নিয়ে তোপের মুখে পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক। এসময় পুলিশের সাথে ধাওয়া ও পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তার ড্রাইভার মো.আফজাল হোসেন (৩৭) এবং দেহরক্ষী সঞ্জয় হালদার (২৫) গুরুতর আহত হন। এ ঘটনায় ইউএনও গাড়ীসহ অবরুদ্ধ ও হামলার শিকার হন।
সোমবার রাত পৌনে আটটার সময় শুরু হওয়া এ ঘটনায় ট্যুরিস্ট পুলিশের পাশপাশি মহিপুর থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে পুলিশী সহায়তায় অবরুদ্ধ ইউএনও কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের অফিসে আশ্রয় নিতে বাধ্য হন বলে ইউএনও দাবি করেছেন। আহত দুজনকে কলাপাড়া মেডিকেলে ভর্তি করা হয়েছে।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মো. শহীদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, করোনকালীন চলমান লকডাউন নিয়ে জনসচেতনতামূলক প্রচারনার সময় দুই জুয়ারীকে আটক করে টুরিস্ট পুলিশের টহল দল। দুই জুয়াড়ীকে আটক নিয়ে সঙ্গীদের সাথে বাকবিতন্ডার এক পর্যায়ে লাঠিচার্জ করে ট্যুরিস্ট পুলিশ। এনিয়ে ইলিয়াস শেখ, বাচ্চু শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার গাড়ীতে হামলা চালায়।