শনিবার, ১২ Jul ২০২৫, ০৩:০০ অপরাহ্ন
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালী ১৩২০ মেগা ওয়াট সুপার থার্মাল পাওয়ার প্ল্যান্ট এর জন্য ভ‚মি অধিগ্রহণ, ভ‚মি উন্নয়ন ও সংরক্ষণ প্রকল্প এর অধীনে সরকার অনুমোদিত ক্ষতিপূরণের অতিরিক্ত ১৫০ % অনুদানের অর্থের চেক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুুপুুর ১২টায় কলাপাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড এর আয়োজনে স্থাবর সম্পত্তি অধিগ্রহণ ও হুকুম দখল অধ্যাদেশ-১৯৮২ অনুয়ায়ী অধিগ্রহণকৃত দেবপুর, পাঁচজুনিয়া ও চালিতাবুনিয়া মৌজার ভ‚মির মালিকগনের মাঝে এ চেক বিতরণ করা হয়।
পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট সুপার থার্মাল পাওয়ার প্লান্ট’র প্রকল্প পরিচালক মো.কামরুজ্জামান ভূঞা’র সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন আশুগঞ্জ পাওয়ায় স্টেশন কোম্পানি লিমিটেড’র ব্যবস্থাপনা পরিচালক প্রকোশলী এ,এম,এম সাজ্জাদুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী অফিসার আবু হাসানাত মো.শহীদুল হক, ধানখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রিয়াজ উদ্দিন তালুকদার ও কলাপাড়া থানার এ,এস,আই মো.জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় ক্ষতিগ্রস্থ চার শতাধিক পরিবারের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রথম পর্যায়ে ৪০ জনকে ক্ষতিপূরনের ৮১ লক্ষ ১১ হাজার ৬৩৩ টাকার চেক বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসানাত মো. শহীদুল হক বলেন, দেশে বর্তমানে চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। তিনি অধিগ্রহণের টাকা তুলতে দালালদের কাছে না যাওয়ার অনুরোধ করেন।
প্রধান অতিথি প্রকোশলী এ,এম,এম সাজ্জাদুর রহমান জানান, । তিনি আরও বলেন, আশুগঞ্জ প্রকল্প থেকে এখন ১৭০০ মেঘাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে আসছে। এই প্রকল্পের চেক নিতে এক কাপ চা খরচও দিতে হয়না বলে তিনি সাংবাদিকদের জানান।