শুক্রবার, ১৬ মে ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন
মোয়াজ্জেম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে জেনারেশন ব্রেকথ্রু প্রকল্পের (পর্যায়-২) আওতায় জেন্ডার ইকুইটি মুভমেন্ট ইন স্কুলস (জেমস) বিষয়ক শিক্ষকদের ৫ দিন ব্যাপী মৌলিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান ও সার্টিফিকেট বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।
মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, জেলা শিক্ষা অফিসার, পটুয়াখালী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি); দিল আফরোজ বিনতে আছির, সহকারী পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর; মোঃ রুহুল আমিন, প্রধান শিক্ষক, পটুয়াখালী সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষকবৃন্দ, পটুয়াখালী জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষক বৃন্দ সহ অন্যান্য ব্যক্তিবর্গ।
এ সময় প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। তিনি বলেন, এখান থেকে আপনারা যতটুকু শিখেছেন আপনাদের স্ব-স্ব প্রতিষ্ঠানে সেগুলো প্রয়োগ করার চেষ্টা করবেন।