মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:১২ পূর্বাহ্ন
হেলাল আহম্মেদ(রিপন) পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালীর কলাপাড়ায় পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার ২য় বারের মত মেয়র নির্বাচিত হয়েছেন।
গত ১৪ই ফেব্রুয়ারি রবিবার সকাল ৮:০০টা থেকে বিকাল ৪:০০টা পর্যন্ত সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণ নিরপেক্ষ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
আইন শৃঙ্খলা বাহীনির কঠোর অবস্থার কারনে ভোট কেন্দ্রগুলোকে কোন অপৃতিকর ঘটনা ঘটেনি। তবে ভোটারদের উপস্থিতি কম লক্ষ করা গেছে। নির্বাচনে ১২,৮৯১ জন ভোটারের বিপরীতে মেয়র পদে ৪ জন কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদন্ধিতা করেন। প্রতিটি কেন্দ্রে ১ জন করে নির্বাহী মেজিষ্ট্রেট ১০ জন পুলিশ সদস্য ও ৯জন আনসার সদস্য প্রতিটি কেন্দ্রে দায়িত্ব পালন করেন। এছাড়া ২ প্লাটুন বিজিবি ও ৬টি মোবাইল টিম ৩টি র্যাবের টিম মোতায়োন করা হয়েছিল।
এদিকে ই,ভি,এম পদ্ধতিতে অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিপুল চন্দ্র হাওলাদার ৩৬৫৯ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন, এবং তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী দিদার উদ্দিন আহম্মেদ মাসুম জগ প্রতীক নিয়ে ৩২০৫ ভোট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ১৯৯৭ সালে কলাপাড়া পৌরসভা গঠিত হওয়ার পর সর্বশেষ ৪র্থ বারের মত ২০১৫ সালের ৩০ শে ডিসেম্বর কলাপাড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা’র উন্নয়নের প্রতি অগাধ আস্থা- বিশ্বাস ও সর্বাত্মক সহযোগিতা-আন্তরিকতা এবং সকলের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে আমরা বিজয় অর্জন করেছে দ্বিতীয় বারের মতো পৌর নির্বাচনে নৌকার মাঝি হলেন বিপুল চন্দ্র হাওলাদার এমনটাই ব্যক্ত করলেন কলাপাড়ার সর্বস্তরের জনগণ।