শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান সিকদার ও তার পরিষদের মেম্বারদের মধ্যকার দীর্ঘ পাঁচ মাস যাবত চলমান দ্বন্দ্বের অবসান হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) দুপুর সাড়ে বারোটায় স্থানীয় সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে উভয় পক্ষ নিজেদের ভুল বুঝতে পেরে একে অপরের সাথে সমন্বয় করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় সুবিদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সিকদার বলেন, সুবিদপুর ইউনিয়ন এর একটি কুচক্রী মহল দীর্ঘদিন যাবৎ চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যে বিভেদ সৃষ্টি করার লক্ষ্যে বিভিন্ন রকম মিথ্যা প্রচারণা ও প্রপাগান্ডা চালিয়েছে। এবং তারা তাতে সাময়িক ভাবে সফল হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে আমার পরিষদের নির্বাচিত ইউপি সদস্য ও আমার মধ্যে একটি ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছিল।আমরা দুপক্ষই নিজেরা নিজেদের ভুল বুঝতে পেরেছি। সুবিদপুর মানুষের উন্নয়নের স্বার্থে সবাই এক হয়েছি। ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ মনসুর খান ও ইউপি সদস্য শাহ আলম বক্তব্যে বলেন, আমরা পরিষদের শান্তি চাই।
আমরা চেয়ারম্যান মেম্বার একে অন্যের বিরুদ্ধে যেতে চাইনা। সুবিদপুর এর উন্নয়নের স্বার্থে আমরা সবাই এক হয়ে কাজ করতে চাই। উল্লেখ্য প্রায়৫ মাস পর্যন্ত সুবিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের মধ্যকার দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছিল। একের পর এক প্রতিবাদ সমাবেশ,মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, অভিযোগ ও পাল্টা অভিযোগ চলছিল। ইউপি সদস্যগণ চেয়ারম্যানের বিরুদ্ধে একটি অভিযোগপত্র দাখিল করেছিলেন।