শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:৩৫ পূর্বাহ্ন
ক্রাইমসিন২৪ : আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে বরিশাল সদর(৫) আসনের বাংলাদেশ আওয়ামীলীগ তথা মহাজোটের নৌকা প্রতীকের মনোনিত প্রার্থী কর্নেল(অবঃ) জাহিদ ফারুকের সমর্থনে নগরীর বিভিন্নস্থানে প্রচার-প্রচারনা ও গনসংযোগকালে কেন্দ্রীয় বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সভাপতি ও বরিশাল জেলা আওযামীলীগের সহ-সভাপতি মাহাবুব উদ্দিন (বীর বিক্রম)বিভিন্ন ভোট প্রার্থনাকালে বলেন আপনার এবারো যদি চোর লুটেরাদের ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে পুনরায় বরিশাল অন্ধকারে চলে যাবে।
এদেশের উন্নয়ন ও আলোর প্রতীক নৌকা। নৌকায় ভোট দিয়ে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে পারলে বরিশালে উন্নয়নের সাথে সাথে বেকারত্বতা দুর করা হবে।
বরিশাল হবে আধুনিক শহর। তিনি এসময় আরো বিভিন্ন নগরবাশী ভোটারদের বলেন ইতি পূর্বে সরোয়ারকে ভোট দিয়ে আপনারা কি পেয়েছেন তাদের নিজেদের অভাব দুর করতে পানেনি তাহলে সাধারন মানুষের অভাব দুর করবে কিভাবে।তাই বরিশাল সহ দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনার প্রার্থী কর্নেল জাহিদ ফারুকের নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান।
এসময় গনসংযোগকালে আরো উপস্থিত ছিলেন বরিশাল মহানগর আওয়ামীলীগ সভাপতি সুপ্রিমকোর্ট বার এসোসিয়েশনের সদস্য এ্যাড.গোলাম আব্বাস চৌধুরী দুলাল,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ আনিসুর রহমান,আমানতগঞ্জের সাবেক কাউন্সিলর বজলুল হক চিসতি সহ বিভিন্ন ওয়ার্ডের সভাপতি/ সম্পাদক সহ নেতা-কর্মীরা প্রচার-প্রচারনায় অংশ নেয়।
এসময় তারা নগরীর সোনালী আইস ক্রিম মোড়, হয়ে আমানতগঞ্জ,বেলতলা,উত্তর আমানতগঞ্জ সহ বিভিন্নস্থানে গনসংযোগ করেন।