রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:০৮ পূর্বাহ্ন
বরগুনা প্রতিনিধি: বরগুনায় প্রায় ৩ শত চক্ষু রোগীকে ধ্রুব উন্ডেশনের উদ্যোগে ও বরিশাল ইস্পাহানী ইসলামিয়া চক্ষু হাসপাতালের সহযোগিতায় বিনা মূল্যে চোখের চিকিৎসা দেয়া হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও বরগুনায় একদিনের চক্ষু সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে দুপুরে বরগুনা রেডক্রিসেন্ট বিদ্যালয়ে বিনামূল্যের চক্ষু সেবা কার্যমের উদ্বোধন করেন বরগুনা রেড ক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক আবদুল মোতালেব মিয়া। এখানে চোখে ছানিপড়া রোগীকে অপারেশনের জন্য বাছাই করা হয়। অন্য রোগীদের বিনামূল্যে চিকিৎসা প্রদান এবং ব্যবস্থাপত্র দেয়া হয়। এছাড়া নির্বাচিত রোগীদের বিনামূল্যে কৃত্রিম লেন্স সংযোজনের জন্য ফাউন্ডেশনের নিজস্ব ব্যবস্থাপনায় বরিশাল নিয়ে যাওয়া হবে। এসময় উপস্থিত ছিলেন- ধ্রুব ফাউন্ডেশনের নেতৃবৃন্দ।