বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স:রংপুরের স্কুলছাত্রী ধর্ষণ মামলায় মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলামকে ৫ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
বুধবার দুপুরে প্রধান আসামি এএসআই রাহেনুলসহ ৩ আসামিকে আমলী আদালতে নেয়া হয়। হারাগাছ ছাত্রী গণধর্ষণের মামলায় রাহেনুলকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারাগাছ আমলীর বিচারক স্নিগ্ধা রানী। অপর ২ আসামি সুমাইয়া পারভীন মেঘলা ও সুরভী আক্তার শম্পাকে ৩ দিনের রিমান্ড দেন।
এদিকে চিকিৎসা শেষে নির্যাতনের শিকার ছাত্রীকে বাড়িতে পাঠানো হয়েছে।
ছাত্রীর মা জানিয়েছেন, বিভিন্ন প্রলোভন দিয়ে এএসআই রাহেনুল তার মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে তাকে গণধর্ষণ করেন।