রবিবার, ০৬ Jul ২০২৫, ০৮:৪৬ অপরাহ্ন
ক্রাইমসিন২৪: জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হার ৯৭ দশমিক ৫ ভাগ। এখানে জিপিএ ফাইভের সংখ্যা ৪ হাজার ৯০৬ জন। এবারও পাশের হার ও জিপিএ ফাইভের বেলায় ছাত্রীরা এগিয়ে। আজ সোমবার দুপুর ১২টায় বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আনোয়ারুল আজিম এই ফলাফর ঘোষণা করেন।
তিনি জানান, এবারে জেএসসি পরীক্ষায় ১ লাখ ১৪ হাজার ৮৫৭ পরীক্ষার্থী অংশ নিয়েছিল। এরমধ্যে ৬১ হাজার ৩শ ছাত্রী আর ৫৩ হাজার ৫শ৫৭ জন ছাত্র। এদের মধ্যে পাশ করেছে ৫৯ হাজার ৯০৩ জন ছাত্রী আর ৫১ হাজার ৫৬৬ জন ছাত্র। পাশের হার ভোলা জেলা এগিয়ে রয়েছে। গেল বছরের চেয়ে পাশের হার দশমিক ৭৩ ভাগ বাড়লেও জিপিএ ফাইভের সংখ্যা কমেছে ৩ হাজার ৫২৫ টি।
এদিকে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের নিজ নিজ বিদ্যালয় প্রাঙ্গনে উচ্ছ্বাস প্রকাশ করেছে। ভাল ফলাফল হওয়ায় খুবই খুশি তারা।