বৃহস্পতিবার, ০৩ Jul ২০২৫, ১১:৪৯ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: রাজশাহী-২ সদর আসনের ১৪ দল মনোনীত এবং মহাজোট সমর্থিত প্রার্থী জননেতা ফজলে হোসেন বাদশা’র পক্ষে নৌকার প্রচারণা কর্মসূচি পালিত হয়।
আজ শনিবার বিকেল ৪টায় ১৯নং ওয়ার্ড ছাত্র মৈত্রীর উদ্যোগে এ প্রচারণা কর্মসূচি পালিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি এবং রাজশাহী মহানগর সভাপতি এএইচএম জুয়েল খান, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ শাকিল, ১৯ নং ওয়ার্ড ছাত্র মৈত্রী নেতা আহাদ আলী, রিসাত আলী, বিপ্লব হোসেন, সিয়াম, তপু, অন্তর, আলামিন, নাজমুল প্রমুখ।
একইদিনে সাহেব বাজার কাপড়পট্টিতে সন্ধ্যা সাড়ে ৬টায় প্রচারনা করেন রাজশাহী মহানগর এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সহসভাপতি এবং রাজশাহী মহানগর সভাপতি এএইচএম জুয়েল খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৈত্রীর সংগঠক মোঃ জাকির হোসেন, মোঃ জোবায়ের জোহা, সিয়াম সরকার, মোঃ আবুল খায়ের, রাকিবুল ইসলাম তানভীর প্রমুখ।
মুক্তিযদ্ধের চেতনায় ন্যায্যতা ও সাম্যের ভিত্তিতে জননেতা ফজলে হোসেন বাদশার নেতৃত্বে রাজশাহী উন্নয়ন এবং গণতান্ত্রিক ধারাকে বিজয়ী করার লক্ষ্যে ছাত্র মৈত্রীর রাজশাহী মহানগর কর্তৃক গৃহীত লাগাতার প্রচার অভিযান কর্মসূচির অংশ হিসেবে গত ২০ ডিসেম্বর থেকে প্রচার-প্রচারণার শেষদিন পর্যন্ত শহরের বিভিন্ন পয়েন্টে চলবে প্রচারণা। প্রচারকালে কেবল রাজশাহীতেই নয়, সারাদেশে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ১৪ দলীয় প্রার্থীদের নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান সংগঠনের রাজশাহী মহানগর সভাপতি জুয়েল খান। তিনি বলেন,“দেশে যে উন্নয়নের শুভ সূচনা ঘটেছে, তাকে অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট দেয়ার বিকল্প নেই।”