শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:২০ অপরাহ্ন
অনলাইন ডেক্স :উত্তরে বন্যার পানি কমতে শুরু করলেও অভ্যন্তরীণ প্রবাহ বাড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে রাজধানীর আশপাশের এলাকায়। টঙ্গী, গাজীপুর, সাভার’সহ পানিবন্দি এলাকাগুলোতে মানুষের দুর্ভোগ পৌঁছেছে চরমে।
মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুরে পদ্মার পানি কমছে খুব ধীরে। সাথে দেখা দিয়েছে তীব্র ভাঙন।
উত্তরের দুর্গত জেলাগুলোয় পানি নেমে যাওয়ায় ঘরে ফিরতে শুরু করেছেন অনেকে। কুড়িগ্রামে এখনও আড়াই লাখের বেশি মানুষ দুর্যোগের সাথে লড়ছে। ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের। বিশুদ্ধ পানির সংকটে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন বানভাসিরা। বন্যাদুর্গত সব এলাকাতেই ত্রাণের সরবরাহ অপ্রতুল। সহায়তার অপেক্ষায় লাখ লাখ মানুষ।