শনিবার, ১৭ মে ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন
অনলাইন ডেক্স :নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় পারিবারিক কলহের জেরে নিজের ছোট বোনেকে গলা টিপে হত্যা করেছে বড় ভাই। শুক্রবার দিবাগত রাতে উপজেলার চানন্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিহতের বড় ভাই মো.শফি আলম পলাতক রয়েছে।
নিহত মোছাম্মদ কুলছুমা আক্তার (২২) জিয়াউল হক’র মেয়ে।
হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারে পারিবারিক কলহের জেরে প্রায় ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এক পর্যায়ে গতকাল রাতে পারিবারিক কলহের জেরে বড় ভাই ছোট বোনকে গলা টিপে হত্যা করে পালিয়ে যায়।