শুক্রবার, ০৪ Jul ২০২৫, ০৯:৪২ অপরাহ্ন
হাসপাতাল সূত্রে জানাগেছে, শুক্রবার রাত ১০ টার দিকে করোনা ওয়ার্ডের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বরিশালের উজিরপুর উপজেলার রত্নপুর এলাকার ইউনুস হাওলাদার (৫০) মৃত্যুবরণ করেন। এরআগে তিনি রাত সাড়ে ৯ টার দিকে এ হাসপাতালে করোনার উপসর্গ নিয়েলে ভর্তি হন।
এরআগে রাত সোয়া ৯ টার দিকে বরিশাল নগরের রুপাতলী এলাকার ফরিদা বেগম (৪৫) মৃত্যুবরণ করেন। তিনি শুক্রবার (২৬ জুন) সকাল ১০ টা ৫৫ মিনিটে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।
এছাড়া শুক্রবার সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ২৯ নম্বর ওয়ার্ডের শাহপড়ান সড়কের নূর মিয়ার ছেলে খাইরুল
বাশার (৪৫) মৃত্যুবরণ করেন। এরআগে ২৩ জুন সন্ধ্যা পৌনে ৬ টার দিকে তিনি করোনা উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।
অপরদিকে ২৩ জুন দুপুর ২ টা ১০ মিনিটে বরগুনার বামনা উপজেলার লক্ষিপুর এলাকার আঃ রশিদ (৮০) করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।
যেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (২৬ জুন) বিকেল ৬ টা ১০ মিনিটে তার মৃত্যু হয়।
এদিকে দুপুর ২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বরিশাল নগরের ভাটিখানা এলাকার নিবাসী শাহনেওয়াজ (৬৩) মৃত্যুবরণ করেন। এরআগে দুপুর একটায় তিনি করোনার উপসর্গ নিয়ে শেবাচিম হাসপাতালে ভর্তি হন।
উল্লেখ্য করোনার বর্তমান পরিস্থিতে শেবাচিম হাসপাতালে এ পর্যন্ত ৮৬ জন রোগীর মৃত্যু হয়েছে, যারমধ্যে ৩৬ জন করোনা পজেটিভ ছিলেন।
এদিকে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, গেলো ২৪ ঘন্টায় বরিশাল জেলায় নতুন করে ৩৯ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। যা নিয়ে
জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ হাজার ৩৭৮ জন। যারমধ্যে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২৫৪ জন এবং মৃত্যুবরণ করেছেন মোট ২০ জন করোনায় আক্রান্ত
ব্যক্তি।