শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:০০ অপরাহ্ন
বরিশাল মেট্রোপলিটনের বিমানবন্দর থানার চাঁদপাশা ইউনিয়নের মোহনগঞ্জ এলাকা থেকে যাত্রীবেশে ইজিবাইকে উঠে চালককে অচেতন করে ইজিবাইক ছিনতাই করে নিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (২৩ জুন) দিবাগত রাত ১১টার দিকে ইজিবাইক চালক বেল্লাল মোল্লাকে (২৫) ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী পৌর এলাকার হরিসেনা নামক এলাকা থেকে হাত, পা ও মুখ বাঁধা অচেতন অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। বেল্লাল বিমানবন্দর থানার বকশিরচর এলাকার আক্কেল মোল্লার পুত্র।
জানা গেছে, বেল্লাল আগে কখনও ইজিবাইক চালাননি। মঙ্গলবারই সে প্রথম এক ব্যক্তির ইজিবাইক ভাড়ায় নিয়ে চালাতে বের হয়েছিলেন।
বুধবার (২৪ জুন) গৌরনদী মডেল থানা এসআই শরিফুল ইসলাম জানান, যাত্রীবেশে তিনজন লোক বেল্লালের ইজিবাইকে ওঠেন। এরপর তারা সুযোগ বুঝে বেল্লালকে অচেতন করে তার হাত, পা ও মুখ বেঁধে মহাসড়কের পাশে ফেলে রেখে ইজিবাইকটি নিয়ে যায়। রাত ১১টার দিকে স্থানীয়রা ওই যুবককে মহাসড়কের পাশে পরে থাকতে দেখে থানা পুলিশকে খবর দেয়। তাৎক্ষনিক পুলিশ ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।