শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৪:৩৩ অপরাহ্ন
বরিশাল নগরীতে মাস্ক না পড়ায় এক দোকানী এবং একজন পথচারীকে দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার (১২ জুন) দুপুরের দিকে জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এই কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টে ওই জরিমানা করা হয়।
এসময় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি টিম।
এর আগে শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত নগরীর বাংলাবাজার, পুলিশ লাইন, আমতলার মোড় এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন তিনি। এসময় স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মানুষের মাঝে জনসচেতনতামূলক প্রচার-প্রচারনা করেন জেলা প্রশাসনের এই কর্মকর্তা।