বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ০৫:২৩ অপরাহ্ন
নারায়ণগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগে অংশগ্রহণ করে জিপিএ-৫ (Golden) পেয়েছে প্রনব সাহা প্রান্ত ।
নারায়ণগঞ্জ সদর উপজেলার চাষাড়া মিশনপাড়ায় বসাবস করেন প্রণব সাহা। তার “পিতা” প্রদীপ সাহা পেশায় একজন চাকুরিজীবি, একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন এবং “মা” ঝর্না সাহা গৃহিনী। সন্তানের এমন রেজাল্টে খুশি পিতা-মাতা সহ স্কুলের শিক্ষক,অভিভাবক বৃন্দ।
এছাড়াও তার কাকা-কাকি, মামা-মামি, মাসি-মেসুমসাই, ঠাকুর মা, দিদিমা ও অনেক খুশি হয়ে প্রনব সাহা প্রান্ত কে প্রান ভরে আর্শীবাদ করেছেন।
প্রনব সাহা প্রান্ত নারায়ণগঞ্জ কলেজ রোডের সনামধন্য কোচিং আপডেট একাউন্টিং কেয়ার এর প্রতিষ্ঠাতা আনন্দ দাস স্যার এর ছোট ভাই।
এছাড়াও পাঞ্জেরি, লেকচার, অনুপম, নবদূত প্রকাশনীর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিরা ও প্রান্ত কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
প্রান্ত শিক্ষাজীবনে তার এমন কৃতিত্ব ধরে রাখতে চান এবং ভবিষ্যতে সে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চান এ জন্য তিনি সকলের নিকট দোয়া ও আশীর্বাদ চেয়েছেন।
উল্লেখ্য, ২০১৪ সালে অনুষ্ঠিত প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) জিপিএ-৫, ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে এবং ২০১৭ সালে অনুষ্ঠিত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরিক্ষাতেও জিপিএ-৫ (Golden) স্কলারশীপ পেয়েছে।