বুধবার, ০২ এপ্রিল ২০২৫, ০৩:০০ পূর্বাহ্ন
বরিশাল নগরীর ৫শ অসহায় ও দুঃস্থ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হয়েছে।
শনিবার দুপুরে নগরীর বাজার রোডস্থ বড় কালি বাড়ি মন্দির ও হরি ঠাকুর মন্দির কমিটির উদ্যেগে এই সহায়তা বিতরণ বিতরণ করা হয়। হরি ঠাকুর মন্দির প্রাঙ্গনে বিতরণ করা হয় এই খাদ্য সহায়তা।
সহায়তা বিতরণের পূর্বে হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বরিশাল মহানগরের সভাপতি ও সমাজসেবক মৃনাল কান্তি সাহার সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন হিন্দু কল্যান ট্রাস্টি বোর্ডের সদস্য সুরঞ্জিৎ দত্ত লিটু, মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি নারায়ন চন্দ্র দে নারু, বিশ্বজিৎ ঘোষ বিশু প্রমূখ।
এছাড়াও এসময় মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে স্বাস্থ্য বিধি মেনে ৫শ অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
প্রতি প্যাকেটে ১০ কেজি চাল, দুই কেজি আটা ও ময়দা, দুই লিটার তেল, এক কেজি লবন ও দুটি সাবান দেয়া হয়।