সোমবার, ২৮ Jul ২০২৫, ০৪:৩৯ পূর্বাহ্ন
বরিশাল ৩৩৩ হটলাইনে ফোন দেয়ার সাথে সাথে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঘুর্নিঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হয়েছে।
বুধবার বরিশাল মৌসুমি ঘুর্নিঝড় আঘাত হানলে বরিশালের কিছু এলাকা ক্ষতিগ্রস্থ হয়।
বরিশাল নগরীর সাগরদী কুয়েত প্লাজার বিপরীত দিকে সি এন্ড বি গোডাউনের ভিতরে একটি পরিবারের বসতঘর ঘুর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়।
ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোঃ মিনহাজুল ইসলাম অভি সরকারি হটলাইন এর মাধ্যমে ৩৩৩ হেল্প লাইনে ফোন দিয়ে জেলা প্রশাসক বরিশাল এসএম অজিয়র রহমানের সাথে কথা বলে তাদের ক্ষতির কথা তুলে ধরেন।
অভির বাবা মোঃ মাহবুব হোসেন পেশায় গণপূর্ত অফিসের ভাউচার ম্যান হিসেবে করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের লিফটম্যান হিসেবে কাজ করছে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।
বিষয়টি আমলে নিয়ে জেলা প্রশাসক বরিশাল এর দ্রুত পদক্ষেপে বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে তার পরিবারের কাছে দুইবান ঢেউটিন, নগদ ৬ হাজার টাকা এবং ত্রাণ সামগ্রী হিসেবে চা, ডাল, আলু, লবন, চিনি, তেল, ইত্যাদি সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মোঃ মুনিবুর রহমান, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা প্রশাসন কুমার রায়, বরিশাল সদর উপজেলা পিআইও মোঃ কামরুজ্জামান উপস্থিত ছিলেন।