বৃহস্পতিবার, ২০ মার্চ ২০২৫, ০৭:৩২ পূর্বাহ্ন
বরিশালে তিন দফা দাবীতে প্রতীকি বিক্ষোভ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট।
শিক্ষার্থীদের এক বছরের বেতন ফি মওকুফ, অনাবাসিক শিক্ষার্থীদের বাসা ভাড়া মওকুফের প্রজ্ঞাপন জারি এবং পর্যাপ্ত আয়োজন ছাড়া বৈষম্যমূলক অনলাইন ক্লাশ বাতিলের জন্য বুধবার বেলা সাড়ে এগারোটায় অশ্বিনী কুমার হলের সামনের সড়কে এই কর্মসূচি পালন করে তারা।
এসময় বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডা: মনীষা চক্রবর্তী বলেন, করোনার কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তাদের বেতন মওকুফের পাশাপাশি আটকে পড়া শিক্ষার্থীদের কাছ থেকে বাসা ভাড়া নেয়া যাবেনা এজন্য প্রজ্ঞাপন জারি করতে হবে। আর ইন্টারনেট ব্যবস্থা না করে অনলাইন শিক্ষা ব্যবস্থা অচিরেই বন্ধ করতে হবে। তা না হলে যাদের এসব সুবিধা নেই তারা পিছিয়ে পড়বে।
এসময় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।