মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০২:০৫ অপরাহ্ন
বরিশালে ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
সোমবার (১১ মে) আকাশ হাল্কা মেঘাচ্ছন্ন থাকায় দুপুর ১২টা অবধি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া অফিস জানায়, বৈশাখ মাস চলমান বলে কাল বৈশাখী ঝড়ের উপস্থিতি লক্ষ্যণীয়। তাই ২৪ ঘণ্টার মধ্যে দমকা থেকে ঝড়ো হাওয়া এবং কোথায়ও বা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
এদিকে এমন আবহাওয়ায় বিশেষ করে শ্রমজীবী বলতে রিকশা চালকদের অসুবিধা হচ্ছে সবচেয়ে বেশি। তারা জানায়, বৃষ্টি না হলে তাদের কাজ করা মুশকিল হয়ে পড়ছে। কেউ বা গরমের জন্য বের হতে পারছে না।