বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন
বরিশালে দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের মাঝে ন্যায্য মূল্যে রেশন কার্ড দিয়ে দ্রুত খাদ্যের ব্যবস্থা গ্রহণ করাসহ ৭ দফা দাবীতে পথসভা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পাটি (সিপিবি)।
অন্যান্য দাবীগুলোর মধ্যে রয়েছে, বেশি বেশি করোনা পরীক্ষা করে আক্রান্ত ব্যক্তিদের আইসোলেশনে রেখে যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হবে, কর্মহীন দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের ঘরে ঘরে খাদ্য ও চিকিৎসা নিশ্চিত করতে হবে ও চাল চোরদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় নগরীর সদররোডে তারা এ পথসভার মাধ্যমে সরকারের কাছে দাবী জানান।