বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৯:১৪ অপরাহ্ন
করোনা ভাইরাস প্রাদুর্ভাব রুখতে নিরলস ভাবে কাজ করা চিকিৎসকদের জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে বরিশালে।
বৃহস্পতিবার দুপুরে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুকের উদ্যোগে বরিশাল জেলা প্রশাসনের মাধ্যমে এনআরবিসি ব্যাংকের সৌজন্যে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট ইন্টার্ন চিকিৎসকদের জন্য ২০০ পিচ ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী (পিপিই) প্রদান করেন জেলা প্রশাসক বরিশাল এস,এম, অজিয়র রহমান।
শেবাচিমের পক্ষ থেকে তাদের প্রতিনিধি শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এর সহকারী পরিচালক ডাঃ এ.কে.এম নাজমুল আহসান পিপিই উপকরণ গ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন এনআরবিসি ব্যাংকের কর্মকর্তারাসহ আরো অনেকে।