বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৩:২২ অপরাহ্ন
বরিশালে গত ২৪ ঘন্টায় আরো তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪৪ জনে।
এদের মধ্যে একজন হলেন বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা পুরুষ (২৩), মেহেন্দিগঞ্জ উপজেলার বাসিন্দা নারী (১৬) এবং অপরজন বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে কলেজ হাসপাতাল এর কর্মরত সিনিয়র স্টাফ নার্স নারী (৩১)।
সোমবার রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
জানা গেছে, আক্রান্তরা সকলে চিকিৎসাধীন রয়েছে এবং তাদের চলাচল অনুযায়ী স্থানগুলো লকডাউন করার প্রক্রিয়া চলছে।
এদিকে জানা গেছে এখন পর্যন্ত বরিশাল জেলা ২১ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন।