বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের মাঝে চিকিৎসা সেবা প্রদানকারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেছেন ফরচুন সুজ কোম্পানী।
আজ সোমবার জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে করোনা পরিস্থিতি মোকাবেলায় এই সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ফরচুস সুজের পক্ষ থেকে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এই সামগ্রীগুলো বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, ফরচুন সুজ লিঃ এর প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ মিজানুর রহমানসহ আরো অনেকে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য সুরক্ষা সামগ্রী N-95 মাস্ক ২০০ টি, পিপিই ২০০টি, হেড কভার ২০০ টি, সার্জিক্যাল মাস্ক ১০০০ পিস সহ অন্যান্য সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।