শুক্রবার, ২৫ Jul ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন
বরিশালে নানান অপরাধে বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযানে ১৭ ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করেছে।
র্যাব ও পুলিশের সহযোগীতায় বুধবার (২৯ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জিয়াউর রহমান ও মোঃ নাজমূল হুদা বরিশাল নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন।
এসময় স্বাভাবিক মুল্যের চেয়ে বাড়তি মুল্য রাখা ও সরকারের নির্দেশ অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখা এবং সামাজিক দুরত্ব বজায় না রাখায় ১৩ টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫৮ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া নগরের জিলা স্কুল মোড়ে এক মোটরসাইকেলে ৩ জন পরিবহন করার অপরাধে তুহিন নামে এক ব্যক্তিকে সরকারি আদেশ অমান্য করায় দণ্ডবিধি বিধি ১৮৬০ এর ১৮৮ ধারা অনুযায়ী ১০০ টাকা জরিমানা করা হয়।
অপরদিকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ও সাফিয়া সুলতানা বরিশাল নগরের বিমানবন্দর থানাধীন এলাকায় অভিযান চালিয়ে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেন। এ অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।