বুধবার, ০৯ Jul ২০২৫, ০৩:২৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষক নেতৃবৃন্দের সাথে কেন্দ্রীয় বিএনপি নেতার মতবিনিময় মাদ্রাসা শিক্ষার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে… এবিএম মোশাররফ হোসেন পটুয়াখালীতে জনজীবন বিপর্যস্ত, উপকূল জুড়ে অতিভারী মাত্রায় বৃষ্টিপাত লঘুচাপের প্রভাবে উপকূলে অতিভারী বৃষ্টিপাত। সমুদ্র বন্দরে ০৩ নম্বর ও নদী বন্দরে ০১ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় ৫ হাজার প্যাকেট নকল সিগারেট জব্দ।।১লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড সভাপতি টিপু সম্পাদক অমল কলাপাড়া প্রেসক্লাবের কমিটি গঠন কলাপাড়ায় বিএনপির দিনব্যাপী সাংগঠনিক সভা সৎ এবং সুশিক্ষিত নেতৃত্বের মাধ্যমেই শিক্ষার উন্নয়ন সম্ভব….এবিএম মোশাররফ হোসেন সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে উপকূলে বৃষ্টিপাত, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কলাপাড়ায় ফল উৎসব, কৃষক বাজার  ও শিশু পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন কলাপাড়ায় স্বেচ্ছাসেবক দল নেতা সুমনের সদস্য সচিব পদ স্থগিত করার প্রতিবাদে মানববন্ধন চাঁদাবাজ দখলবাজ এবং দুর্নীতিবাজ মুক্ত মেহেন্দিগঞ্জ গড়তে চাই ।। মেজবাহ উদ্দিন ফরহাদ বিসিসি’র ২২নম্বর ওয়ার্ডের সড়ক ও ড্রেনেজ নির্মাণের দাবিতে স্মারকলিপি প্রদান বাউফ‌লে পূর্ব শত্রুতার জের ধরে এক যুবককে কুপিয়ে হ-ত্যা চাঁদাবাজ দখলবাজদের বিরুদ্ধে লিখনি বজায় রাখবে বাংলানিউজ – মেজবাহ উদ্দিন ফরহাদ
বরিশালে ২ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

বরিশালে ২ লাখ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

Sharing is caring!

করোনা সংক্রামন এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে বরিশালে নানামুখি কার্যক্রম পরিচালনা করছে জেলা প্রশাসন ও বরিশাল সিটি করপোরেশন। সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাবের সহায়তায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগন, সহকারি কমিশনার ভূমি, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন নিয়মিতো মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি চলমান রাখা হয়েছে সরকারি খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানাগেছে, করোনা পরিস্থিতিতে এ পর্যন্ত জেলা প্রশাসনের উদ্যোগে ১০ টি উপজেলায় ১ লাখ ৫০ হাজার ৭ শত টি নিম্ন আয়ের ও কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মানবিক সহায়তা (খাদ্য সহায়তা) প্রদান করা হয়েছে।

অপরদিকে বরিশাল নগরের ৩০ টি ওয়ার্ডের ৫৬ হাজার কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন সিটি করপোরেশেনর প্রশাসনিক মোঃ মোয়াজ্জেম হোসেন।

তিনি জানান, মেয়র সেরিনয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নির্দেশে গত ৩০ এপ্রিল থেকে নগরের কলোনিগুলোতে কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌছে দেয়ার কার্যক্রম শুরু করা হয়। প্রথমে দিনের বেলা দেয়া হলেও এখন ত্রাণ রাতের বেলা অসহায় প্রতিটি মানুষের ঘরে ঘরে পৌছে দিচ্ছে আমাদের কর্মীরা। পর্যায়ক্রমে ত্রিশটি ওয়ার্ডে ৫৬ হাজার কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে। বর্তমান সংকট নিরসন না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলমান রাখার কথা জানিয়েছেন মেয়র। এরইমধ্যে মেয়রের উদ্যোগে সিটি করপোরেশনের ত্রাণ তহবিল খোলা হয়েছে। যেখানে মেয়র তার বেতন ও ভাতার ৩৫ লাখ ৫৪ হাজার টাকা দিয়ে দিয়েছেন। এছাড়া বুধবার পর্যন্ত এ তহবিলে ১ কোটি ৫ লাখ ৪ হাজার টাকা জমা পরেছে।

এদিকে জেলা প্রশাসন জানিয়েছেন, এ পর্যন্ত গোটা বরিশাল জেলায় ২ হাজার ৩ শত মেট্রিকটন চাল, নগদ ৯৭ লাখ টাকা, শিশুখাদ্য বাবাদ ২১ লাখ টাকা বরাদ্দ হয়েছে। জেলা প্রশাসন ও সিটি করপোরেশনের বাহিরে বরিশাল সদর আসনের সাংসদ ও পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীমের পক্ষ থেকে তার সংসদীয় এলাকায় প্রায় ১৫ হাজার, জেলা বাসদের পক্ষ থেকে ১০ হাজারসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মহীন, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা পৌছে দেয়া হয়েছে।

সার্বিক বিষয়ে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সরকারি নির্দেশনা অনুযায়ী সকল কার্যক্রম অব্যাহত রয়েছে। জেলার কোন মানুষ যাতে অভূক্ত না থাকেন সে ব্যাপারে জেলা প্রশাসন সর্বদা সচেতন রয়েছেন। পাশাপাশি সমাজের বিত্তবানদের প্রতি আহবান থাকবে দরিদ্র ও অসহায় মানুষদের পাশে দাড়ানোর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD