মঙ্গলবার, ২৯ Jul ২০২৫, ০১:৪১ অপরাহ্ন
ক্রাইমসিন২৪ ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টনের নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) দিনগত রাতের কোনো এক সময় গাংনীর মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে স্থাপিত এ অফিসটি পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউনিয়ন বিএনপির সভাপতি হামিদুল হক।
হামিদুল হক জানান, বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী এ অফিসটি উদ্বোধন করা হয়। রাতের আঁধারে দুর্বৃত্তরা অফিসটি পুড়িয়ে দিয়েছে।
এদিকে, বিএনপি মনোনীত প্রার্থী জাভেদ মাসুদ মিল্টন অভিযোগ করে বলেন, কয়েকদিন আগে গাংনীর সাহারবাটিতে নির্বাচনী প্রচারণায় গেলে আওয়ামী লীগ সমর্থকরা আমার মাইক ভাঙচুর ও প্রচার ম্যানকে মারধর করে। এছাড়া উপজেলা শহরের প্রধান অফিসেও হামলা ও ভাঙচুর করেছিল ছাত্রলীগ।