মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০৪:১৬ পূর্বাহ্ন
বরিশালে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ি প্রতিষ্ঠান ও অপ্রয়োজনে ঘোরাঘুরি করায় ২ ব্যক্তিকে মোট ১১ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবরা (২১ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হুদা বরিশাল নগরে এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে সরকারি নির্দেশনা অমান্য করায় রিগ্যাল ও ভিশন এম্পোরিয়াম নামে দুটি শো-রুম ও একটি গ্যারেজকে জরিমানা করা হয়। এছাড়া অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করায় ২ ব্যক্তিকে জরিমানা করা হয়। পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রম পরিচালনার সময় বিভিন্ন টি-স্টল, মুদি দোকান ও এলাকার মোড়ে মোড়ে যেখানেই জনসমাগম দেখা গেছে তাও ছত্রভঙ্গ করা হয়। শুধু তাই নয়, মানুষজনকে নিরাপদ দূরত্বে চলার নির্দেশনা, মাস্ক পরার নির্দেশনা প্রদানের পাশাপাশি জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়।
এ সময় যৌক্তিক প্রয়োজন ছাড়া কাউকে ঘরের বাইরে যেতে নিষেধ করা হয় এবং সন্ধ্যা ৬টার মধ্যে জরুরি ওষুধ ব্যতীত সব প্রকার দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। অভিযানে র্যাব-৮-এর একটি টিম সহযোগিতা করে।