শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:১৯ পূর্বাহ্ন
ঝালকাঠির নলছিটিতে করোনার উপসর্গ নিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মারা যাওয়া স্কুলছাত্রীর নাম বৃষ্টি মালো (১৬)। সে এ বছর নলছিটি বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তার বাবা কৃষ্ণ মালো নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী।
এলাকাবাসী জানান, দুই-তিন দিন ধরে ওই কিশোরী জ্বর, বুকব্যথা, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত ছিল। সকালে তার অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নেয়া হয়।
সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাসায় ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলেও জানান চিকিৎসকরা।
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মুনীবুর রহমান জুয়েল জানান, যেহেতু বিষয়টি সন্দেহজনক। তাই নমুনা সংগ্রহ করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নলছিটি শহরজুরে করোনা আতঙ্ক ছড়িয়ে পড়েছে।