সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:২৪ অপরাহ্ন
করোনাভাইরাস দুর্গোগের মধ্যে সরকারি নির্দেশ না মেনে প্রশাসনকে ফাঁকি দিয়ে অপ্রয়োজনীয় দোকান খোলা রাখার অপরাধে ১৯ দোকানিকে মোবাইল কোর্টে সাড়ে ৭১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২০ এপ্রিল) বরিশাল জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলামের নেতৃত্বে নগরীর পৃথক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে এএসপি মুকুর চাকমা’র র্যাব-৮ এর একটি টিমের সহযোগিতায় নগরীর পোর্ট রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
এসময় অপ্রয়োজনে খোলা জুতা ও মাছ ধরার উপকরন জাল বিক্রির দোকানসহ ছয়টি দোকানের ব্যবসায়ীকে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৫ (১) ধারায় মোট ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি।
এদিকে নগরীর গির্জা মহল্লা এলাকায় অর্ধ শাটার খোলা রেখে মার্কেটের বাইর সংকেত দেয়ার জন্য লোক দাঁড় করিয়ে ভেতরে স্বাভাবিকভাবেই ক্রেতা সমাগম করে ব্যবসা পরিচালনা করা হচ্ছিল।
এসময় গির্জা মহল্লার ওইসব মোবাইল বিক্রিয় ও ইলেকট্রনিক দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৯টি প্রতিষ্ঠানকে বিভিন্ন অংকে মোট ৩৮ হাজার টাকা অর্থদণ্ড দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান।
অপরদিকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় নগরীর চকবাজার এবং বাজার রোড এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।
এসময় অপ্রয়োজনীয় দোকান খোলা রেখে জনসমাগম সৃষ্টির অপরাধে সেখানকার চারটি দোকানে সাড়ে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরবর্তী দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, জনগণকে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা এবং করোনা ভাইরাসের বিস্তার ও এটিকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীদের বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা রোধকল্পে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।