সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০২:২৮ পূর্বাহ্ন
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পিসিআর ল্যাবে কাজ করার অনুমতি চেয়েছে ৪ মেডিকেল টেকনোলজিস্ট।
শুক্রবার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর ওই ৪ টেকনোলজির পাঠানো আবেদনের মাধ্যমে।
মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) সিরাজুল হক, মাহামুদ হাসান নবীন, মিথিলা ফারজানা ও রজনী আক্তারের পাঠানো পৃথক ওই আবেদনে তারা উল্লেখ করেন, তারা শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে চান তারা। বরিশাল বঙ্গবন্ধু মেডিকেল টেকনোলজিস্ট পরিষদের সদস্য তারা।
মেডিকেল টেকনোলজিস্টরা বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে সেবায় নিয়োজিত হতে চায় তাই তাদের নিয়োগের দাবী জানান।