রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১১:৫০ অপরাহ্ন
করোনা সংক্রমন এড়াতে বরিশালে আজ শুক্রবার থেকে জরুরী সেবা ব্যতিত সব ধরণের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
সকাল থেকে বরিশাল নগরীর রাস্তাঘাটগুলো প্রায় ফাঁকা ছিলো। না জেনে কেউ বের হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে পুলিশ।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের সার্জেন্ট মোঃ রফিকুল ইসলাম জানান, জরুরী ওষুধ ও অ্যাম্বুলেন্স ছাড়া অন্য কোন কিছু সড়কে চলতে দেয়া হচ্ছে না। ব্যক্তিগত মোটরসাইকেল নিয়ে যারা বের হয়েছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
গতকাল বৃহষ্পতিবার এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। সেখানে উল্লেখ করা ছিলো নগরীর এক এলাকা থেকে অন্য এলাকায়, এমনকি এক এলাকার মানুষকে অন্য এলাকায় বাজার করতে যাওয়ার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা দেয়া হয়।
পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে। করোনার সংক্রমণ এড়াতে নগরবাসীকে এ নির্দেশ মেনে চলার কথা বলা হয়েছে।