শনিবার, ১০ মে ২০২৫, ০৭:১২ অপরাহ্ন
বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নে করোনা উপসর্গ নিয়ে এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে ১৬টি পরিবারকে লকডাউনের আওতায় আনা হয়েছে।
বুধবার বিকেলে বিষয়টি মোবাইলে নিশ্চিত করেছেন আগৈলঝাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।
তিনি জানান, বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের ১নং ওয়ার্ডে ৩৫ বছরের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে। সন্দেহ করা হচ্ছে তিনি করোনা রোগী হতে পারেন। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। যে পরীক্ষার রিপোর্ট হাতে পেলে মৃত ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যাবে। এছাড়া তার মৃতদেহ ইসলামিক ফাউন্ডেশন ও কোয়ান্টাম ফাউন্ডেশনের মাধ্যমে দাফন করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ, আইন-শৃঙ্খলা বাহিনী ও উপজেলা প্রশাসন সমন্বয় করে কাজ করছে। আগাম সতর্কতা হিসেবে মৃত ব্যক্তির বাড়িসহ আমরা ১৬টি পরিবারকে আপাতত লকডাউনের আওতায় এনেছি। এছাড়া পুরো এলাকাটিকে কঠোর নজরদারির মধ্যে রাখা হয়েছে। পাশাপাশি যাদের বাড়ি লকডাউন করা হয়েছে সেই পরিবারগুলোকে আমাদের পক্ষ থেকে খাদ্য সহায়তা দেয়া হবে।
এদিকে স্থানীয় সূত্রে জানাগেছে, বাগধা ইউনিয়নের বাগধা গ্রামের ৩৫ বছরের ওই ব্যক্তি একটি যাত্রীবাহি পরিবহনের সুপারভাইজার ছিলেন।