রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে বরিশাল জিলা স্কুল-১১ ব্যাচের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১১ টার দিকে নগরীর বটতলা,কালুশাহ্ সড়ক,পলাশপুর ১০০ সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে চাল-৪ কেজি, আলু-২কেজি, পিয়াজ-২কেজি, তেল-৫০০গ্রাম, ডাল-৭৫০গ্রাম, বিস্কুট-৫প্যাকেট, স্যালাইন-২টি,সাবান-১টি,নাপা-১০টি বিতরণ করা হয় ।
ত্রান সামগ্রী বিতরনের সময় বরিশাল জিলা স্কুল ২০১১ ব্যাচের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিল।
এ সময় ব্যাচ -১১ এর সদস্যরা জানান, এই মহামারী পরিস্থিতি অনুযায়ী তারা তাদের এই এান দেওয়ার কর্মসুচী চলমান রাখার ইচ্ছা পোষন করেন এবং বিত্তবানদের প্রতি আহ্ববান জানান যাতে করে তারও তাদের মত করে সাহায্যের হাত বাড়িয়ে দেন এসব সুবিধা বঞ্চিত পরিবারের জন্য।