রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:০৪ অপরাহ্ন
বরিশালে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাবাহিনী।
বৃহষ্পতিবার (০২ এপ্রিল) সকাল থেকে ভ্রাম্যমান টিমের পাশাপাশি নগরের বিভিন্ন সড়কে পুলিশের অসংখ্য চেকপোষ্ট বসানো হয়েছে, যেসব সড়কের মোড়ে মোড়ে চলছে তল্লাশি। অটোরিক্সা, রিক্সা, সিএনজি এবং মোটরসাইকেলে দুজন বা তার অতিরিক্ত আরোহী দেখলেই দেয়া হচ্ছে নামিয়ে। পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত করতে এসব মানুষকে বোঝানোর পাশাপাশি নগর জুড়ে চলছে আলাদা প্রচারণা।এছাড়া ঘর থেকে বের হওয়া মানুষেরা যুক্তিসঙ্গত কারণ দেখাতে না পারলে তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে ব্যবস্থা ।
অপরদিকে করেনা প্রতিরোধে সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বরিশালে সেনাবাহিনীও তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে। সকাল থেকে নগরের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী তাদের টহল অব্যাহত রেখেছে। এসময় যারা মাস্ক না পরে রাস্তায় বের হয়েছেন তাদের মাস্ক নিশ্চিত করার পাশাপাশি মাস্ক বিতরণও করা হয়। এছাড়া অপ্রয়োজনে ঘর থেকে বের না হওয়া, একসাথে বেশি মানুষ জড়ো না হওয়া, দোকানের সামনে সামাজিক দুরত্ব বজায় রাখার বিষয়ে প্রচারণা চালান সেনাবাহিনীর সদস্যরা।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে বরিশাল নগরে ২ টি ও উপজেলায় পর্যায়ে ৯টি ভ্রাম্যমান আদালতের টিম মাঠপর্যায়ে তাদের কাজ চলমান রেখেছে। এসব টিমও সামাজিক দুরত্ব নিশ্চিত, গণজমায়েত বন্ধ ও বাজার তদারকির অভিযান পরিচালনা করছেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।
সেনাবাহিনীর সদস্যদের নিয়ে বরিশাল নগরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো নাজমুল হুদা জানান, নগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানোর পাশাপাশি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সম্পর্কে গণসচেতনতা কার্যক্রমও পরিচালনা করা হয়। তিনি বলেন, অভিযানে নগরের নথুল্লাবাদ এলাকায় পণ্যবাহি কাভার্ডভ্যানে যাত্রী পরিবহন করায় নাইম রহমান নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া যেখানেই জনসমাগম দেখা গেছে তা ছত্রভঙ্গ করার পাশাপাশি নিরাপদ দুরত্বে চলার নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি যৌক্তিক কারণ ছাড়া বাহিরে বের হতে বারণ করার পাশাপাশি আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টি জানানো হয়।
ভিডিও দেখুন এখানে ক্লিক করে: