শনিবার, ১০ মে ২০২৫, ০৩:০৬ অপরাহ্ন
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় সরকারি নির্দেশনা অনুযায়ী সামাজিক দূরত্ব বজায় না রাখা এবং অকারণে ঘোরাফেরা করায় তিন জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও সহকারী কমিশনার (ভূমি) মো. তরিকুল ইসলাম এর নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উপজেলা প্রশাসনের ওই দুই কর্মকর্তা জানান, ‘বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে তারা সকাল থেকে উপজেলার কালীগঞ্জ বাজার, পাদ্রীশিবপুর বাজার, মহেশপুর বাজারে অভিযান পরিচালনা করেন।
এসময় অপ্রয়োজনে বাইরে ঘোরাফেরা এবং সামাজিক দূরত্ব বজায় না রেখে মোটরসাইকেলে এক সঙ্গে আরহন করায় তিন ব্যক্তিকে দণ্ডবিধি ১৮৬০ এর ১৮৬, ১৮৮ ধারা এবং সংক্রামক রোগ (নিয়ন্ত্রণ প্রতিরোধ ও নির্মূল) আইন ২০১৮ এ ২৪ ধারা মোতাবেক চার হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়াও বাজার মনিটরিং এর পাশাপাশি জনগণকে করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার পাশাপাশি এ সময়ে ঘরে অবস্থান নিশ্চিত করা হয়। এসময় বাকেরগঞ্জ থানার ওসি উপস্থিত ছিলেন।