শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
বরিশালের আগৈলঝাড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় রোগীর চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ব্যাক্তি উদ্যোগে উপজেলা হাসপাতালের চিকিৎসকদের জন্য সুরক্ষা পোষাক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে উপজেলা হাসপাতালের প্রধান স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুনের হাতে হাসপাতালের চিকিৎসকেরদের জন্য সুরক্ষা পোষাক (পিপিই) হস্তান্তর করেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈ ও সাধারন সম্পাদক আবু সালেহ মো. লিটন।
উল্লেখ্য, ঢাকার একটি বেসরকারী প্রতিষ্ঠানে কর্মরত উপজেলার বাকাল গ্রামের মফেল উদ্দিন পাটোয়ারীর ছেলে ইসমাঈল পাটোয়ারী ও একই গ্রামের হাচেন আলী ফকিরের ছেলে এমদাদুল হক ফকির করোনা মোকাবেলায় চিকিৎসকদের সুরক্ষার জন্য নিজেদের উদ্যোগে ২৫পিচ সুরক্ষা পোষাক (পিপিই) প্রদান করেন।